প্রায় সপ্তাহ হুয়েক পর কিছুটা কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হার। সামান্য স্বস্তি দিয়ে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৭ এপ্রিল ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা সাড়ে তিন লাখের কম ছিল। এরপর থেকে বাড়তে বাড়তে এই সংখ্যা সাড়ে চার লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দেশের বেশ কয়েকটি রাজ্যে কড়া লকডাউন এবং অন্যান্য কয়েকটি রাজ্যে আংশিক লকডাউনের জেরেই কিছুটা কমল দৈনিক সংক্রমণ। কিছুটা কমল দৈনিক মৃত্যুর হারও। গত ২৪ ঘন্টায় দেশে ৩ হাজার ৮৭৬ জন করোনা রোগীর মৃত্যু হল। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে।
কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে মহারাষ্ট্র এবং দিল্লিতে সংক্রমণে রাশ পড়েছে। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ অনেকটাই কমে হয়েছে ৩৭,২৩৬ জন, দিল্লিতে সংখ্যাটা ১২ হাজারের নীচে নেমেছে। উত্তর প্রদেশেও সংক্রমণের হার ২০ হাজারের আশেপাশে। এই তিন রাজ্যেই কড়া লকডাউন চলছে। গুজরাত এবং মধ্যপ্রদেশেও কমেছে আক্রান্তের সংখ্যা। তবে কর্নাটক, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে।
Thank You for your important feedback