রাজ্যে ক্রমশ কমছে করোনা সংক্রমণ, তবে মৃত্যু ১৫০-র বেশি

রাজ্যে ক্রমশ নিম্নমুখী করোনা সংক্রমণ। শনিবার দৈনিক সংক্রমণ নেমেছিল ১৯ হাজারের নীচে, রবিবার সেটা নামল ১৮ হাজারের নীচে। রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন। তবে মৃতের সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৩ জন করোনা আক্রান্তের। মৃতদের মধ্যে সিংহভাগই কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় কলাকাতায় ৩৫ এবং উত্তর ২৪ পরগনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। 


যদিও রাজ্যের স্বাস্থ্য কর্তাদের স্বস্তি বাড়িয়ে সুস্থতার হারও বেড়েছে বাংলায়। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৮৫ জন। যা আগের ২৪ ঘন্টা থেকে ১,৯৪০ জন কম। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের ৬৬ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা হলেও পজিটিভ হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন। সংক্রমণের হার মাত্র ১০.৭২ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় (৩,৭৯৩ জন), এরপরেই রয়েছে কলকাতা (৩,১২১ জন)। তার পরে রয়েছে হুগলি (১২৩১ জন), দক্ষিণ ২৪ পরগনা (১২০৫ জন) এবং হাওড়া (১,১৯৬ জন) জেলা। রাজ্যে সুস্থতার হার ৮৮.৮৬ শতাংশ। সোমবার রাজ্যের ১ লাখ ৮০ হাজার ৬১৬ জন করোনার টিকা পেয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল এরমধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৫৩ জন।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post