দেশে ৬-৮ সপ্তাহের কড়া লকডাউনের সুপারিশ করলেন ICMR প্রধানের

দেশে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে আছড়ে পড়েছে ভারতে। সংক্রমণ ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ভারত সরকার এবং রাজ্য সরকারগুলিকে। এরমধ্যে স্থানীয় স্তরে কয়েকটি রাজ্য সম্পূর্ণ লকডাউন বা আংশিক লকডাউন ঘোষণা করছে। কিন্তু দেশজোড়া ভয়াবহ করোনা সংক্রমণ ঠেকাতে ৬-৮ সপ্তাহের সম্পূর্ণ লকডাউনের সুপারিশ করলেন ICMR প্রধান ডাঃ বলরাম ভার্গভ। অন্তত সংক্রমিত জেলাগুলিতে লকডাউন করা উচিৎ বলেই মনে করছেন আইসিএমআর প্রধান। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডাঃ বলরাম ভার্গভ বলেছেন,  দেশের ৭১৮টি জেলার চার ভাগের তিন ভাগ অংশেই করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। যার মধ্যে রয়েছে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো এলাকা। দেশের যে জেলাগুলিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেই জেলাগুলিতে ৬ থেকে ৮ সপ্তাহ কড়া লকডাউন জারি রাখা প্রয়োজন। 

এই প্রসঙ্গে তিনি আরও সুপারিশ করেছেন, সংক্রমণের হার ১০ শতাংশের নীচে নামলে তবেই লকডাউন তুলে দেওয়া যেতে পারে। এই বক্তব্য সামনে আসতেই দেশে ফের লকডাউনের জল্পনা বেড়ে গিয়েছে। কারণ এই প্রথম ভারত সরকারের কোনও প্রধান স্বাস্থ্যকর্তা লকডাউনের সুপারিশ করলেন। যদিও অনেক আগে থেকেই চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্তারা জানিয়েছিলেন, যে সংখ্যক কোভিড আক্রান্তের সংখ্যা সামনে এসেছে, তা আসলে হিমশৈলের চূড়ামাত্র। তাঁদের মতে,  অধিকাংশ ঘটনা সামনে আসছে না। অনেকে টেস্ট করাচ্ছেন না।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post