মিলছে সুফল, দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউন

লাগাতার লকডাউনের সুফল পাচ্ছে দিল্লি। করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী কেজরিওয়ালের রাজ্যে। তাই আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দিল্লির লক্ষ্য পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নামিয়ে আনা। তাই দিল্লিতে আরও এক সপ্তাহ মেয়াদ বাড়ল লকডাউনের। প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ অবস্থা ছিল দিল্লির। দৈনিক আক্রান্ত ৩০ হাজারে পৌঁছে গিয়েছিল। ফলে হাসপাতালে বেডের আকাল এবং অক্সিজেন সঙ্কটে হাসফাঁস অবস্থা হয়েছিল দিল্লিতে। অক্সিজেনের অভাবে পরপর রোগী মৃত্যুর ঘটনা ঘটছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আদালতকে উগ্যোগী হতে হয়েছিল। এরপরই দিল্লিতে লকডাউন ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরে কয়েকদফা বাড়ানো হয় লকডাউনের মেয়াদ। যার সুফল হাতেনাতে পাচ্ছে দিল্লিবাসী। করোনা সংক্রমণ নেমে এসেছে ৬ হাজারের নিচে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৯৯ জন। কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নামিয়ে আনাই তাঁর লক্ষ্য।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post