করোনার গ্রাসে অনাথ হওয়া শিশুদের সব দায়িত্ব নিলেন কেজরিয়াল


দিল্লিতে বেড়েছে করোনা সংক্রমণ। অন্যদিকে দেখা যাচ্ছে অক্সিজেনের ঘাটতি। এরই মাঝে সুখবর শোনালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। মারণ ভাইরাসে বাড়ছে মৃতের সংখ্যা।  শিশুরা করোনায়  তাদের মা বাবাকে হারাচ্ছে ।এবার কেজরিয়াল জানান, তাদের  সমস্ত পড়াশুনা ও থাকার  খরচ বহন করবে দিল্লির সরকার। এক ওয়েবকাস্টে কেজরিওয়াল বলেন, ‘‘আমাদের সকলের জন্যই খুব যন্ত্রণায় কেটেছে বিগত দিনগুলি। বহু পরিবারই একের বেশি মৃত্যুর সম্মুখীন হয়েছে। বহু শিশুই বাবা-মা দু’জনকেই হারিয়েছে। আমি তাদের কষ্টটা বুঝি। আমি তাদের পাশে আছি। যে শিশুরা অভিভাবকদের হারাল তাদের পড়াশোনার দায়িত্ব আমাদের। তাদের বেড়ে ওঠার সব খরচ জোগাবে সরকার।এমনই আশ্বাস দিলেন কেজরিয়াল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.