সিবিআইয়ের আবেদন গ্রহন করে আজই সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি

বন্দিদশা থেকে এখনই রেহাই মিলছে না ফিরহাদ-সুব্রত-মদন-শোভনদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আর্জি মেনে মমলা গ্রহন করেছে সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবারই মমলার শুনানি হবে। ফলে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের শুনানি নিয়ে আপাতত অনিশ্চিয়তা তৈরি হল। রবিবারই নারদ মামলায় ধৃত চার নেতা-মন্ত্রীদের গৃহবন্দি থাকার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যায় সিবিআই। কিন্তু তাতে কিছু ভুল থাকায় মামলাটি বাতিল করে সুপ্রিম কোর্ট। পরে ভুলভ্রান্তি ঠিক করে সোমবারই ফের আবেদন জানায় সিবিআই, এবার মামলাটি গ্রহন করে সর্বোচ্চ আদালত। আদালত সূত্রে খবর, মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারণ ও বিচারপতি বি আর গভায়য়ের বেঞ্চে শুনানি হবে। অপরদিকে বুধবারই কলাকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহন করায় সেটা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হল। যদি সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে না দেয় তবে সেখানেই ফয়সলা হবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.