দেশে লাগাম ছাড়িয়েছে কোভিডের সংক্রমণ। কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু। আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যগুলিকে লকডাউনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরকম পরিস্থিতিতে করোনার শৃঙ্খল ভাঙতে একধাপ এগিয়ে গেল বিহার। ১৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি করলেন নীতীশ কুমার। মঙ্গলবার টুইটে এই সিদ্ধান্তের কথা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী ।তিনি জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে লকডাউনের বিস্তারিত গাইডলাইন প্রকাশিত হবে।
कल सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ चर्चा के बाद बिहार में फिलहाल 15 मई, 2021 तक लाॅकडाउन लागू करने का निर्णय लिया गया। इसके विस्तृत मार्गनिर्देशिका एवं अन्य गतिविधियों के संबंध में आज ही आपदा प्रबंधन समूह (Crisis management Group) को कार्रवाई करने हेतू निदेश दिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 4, 2021
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে, ২৪ ঘণ্টায় বিহারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৮২ জনের।
Thank You for your important feedback