করোনার ধাক্কা KKR শিবিরে, এবার আক্রান্ত প্রসিদ্ধ কৃষ্ণ

কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার করোনা পজিটিভ তালিকায় যুক্ত হলেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি কেকেআর দলের চতুর্থ ক্রিকেটার যিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগে আইপিএলে কলকাতার দলটির বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হয়েছিলেন। শনিবার সকালেই জানা যায় কেকেআর শিবিরের উইকেট রক্ষক টিম সেইফার্ট করোনা পজিটিভ হয়েছেন। এরপর বেলার দিকেই করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান প্রসিদ্ধ কৃষ্ণ। উল্লেখ্য, আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল প্রসিদ্ধকে। 


চলতি বছরের আইপিএল আপাতত স্থগিত হয়েছে করোনা সংক্রমণের জেরেই। জৈব সুরক্ষা বলয় ভেদ করেই আইপিএসের একের পর এক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। এরপরই শুরু হয় দেশজোড়া বিতর্ক। ফলে আইপিএল স্থগিত রাখতে বাধ্য হয় বিসিসিআই। কিন্তু তারপরও করোনার হানা থামছে না। করোনায় আক্রান্ত হওয়ায় বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটার দেশের বিমান ধরতে পারেননি। কেকেআর দলের স্টান্ডবাই উইকেটরক্ষক টিম সেইফার্ট করোনায় আক্রান্ত হয়ে চেন্নাইয়েই আটকে পড়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ইতিমধ্যেই চেন্নাই ছেড়ে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছিলেন। সেখানেই তিনি আক্রান্ত হন। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন বলেই জানা যাচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.