গভীর রাতে রিস্ক বন্ডে সই করে বাড়ি ফিরলেন শোভন

শনিবার সন্ধ্যা থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র হাসপাতাল থেকে ছুটির দাবি জানাতে থাকেন। এমনকি এসএসকেএম হাসপাতালে তাঁর ওয়ার্ডের জানালা থেকেই সাংবাদিক সম্মেলন করেন ক্ষুব্ধ শোভন। পরে তাঁর দাবি মেনে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর হাসপাতাল থেকে ছুটি পেলেন নারদকাণ্ডে গ্রেফতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। শনিবার রাত ৯টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি পান। যদিও সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলেই। এরপর কিছু কাগজপত্রে সই করার পর গভীর রাতেই গোলপার্কে তাঁর বাড়ি ফেরেন কলকাতার প্রাক্তন মেয়র। আদালতের নির্দেশে তাঁকে এখন গৃহবন্দি থাকতে হবে নজরদারির মধ্যে। 


শনিবার বিকেল থেকেই এসএসকেএম হাসপাতালে নাটক জমে ওঠে শোভনবাবুকে নিয়ে। প্রথমে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন শোভনবাবুকে জোর করে হাসপাতালে আটকে রাখা হয়েছে। ঠিকমতো চিকিৎসাও করা হচ্ছে না। পরে হাসপাতালের শোভন চট্টোপাধ্যায়ও হাসপাতালের জানলা থেকে সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি সুস্থ। তাঁকে ছুটি দেওয়া যেতেই পারে। এরজন্য তিনি বন্ডে সই করতেও রাজি। এরপরই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। রাতের মধ্যেই জরুরি বন্ডে সই করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। রাত ৯টা নাগাদ গোলাপি স্যুট পড়ে হাসপাতাল থেকে বেড়িয়ে আসেন। সেখান থেকে পুলিশের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। গভীর রাতেই কিছু প্রয়োজনীয় কাগজপত্রে সই করানোর পর জেল থেকে গোলপার্কের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। কলকাতা হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত  আপাতত সেখানেই তিনি থাকবেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.