সংবাদমাধ্যমকে বাধা নয়, কমিশনের দায়ের মামলায় বলল সুপ্রিম কোর্ট


দেশের শীর্ষ আদালতে বৃহস্পতিবার খারিজ হয়ে গেল নির্বাচন কমিশনের আপত্তি। আদালতে রায়দানের সময় বা পর্যবেক্ষণের সময় বিচারপতিদের মৌখিক বয়ান প্রকাশ করতে পারে সংবাদমাধ্যম। এক্ষেত্রে সংবাদমাধ্যমকে বাধা দিলে তাতে বাকস্বাধীনতার অধিকার খর্ব হবে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আরও বলে, এখন ডিজিটাল মাধ্যমের যুগ। মানুষ ইন্টারনেটে সব সময় নতুন খবর সার্চ করেন, খবর পেতে চান। সংবাদমাধ্যমকে তো তাঁদের সেই খবর দিতে হবে।  পাশাপাশি আদালতে মন্তব্য, আদালতে মন্তব্য করার সময় বিচারপতিদের আরও সচেতন হতে হবে। মামলার শুনানিতে কোনও অনভিপ্রেত মন্তব্যের ক্ষেত্রে থাকতে হবে আরও দায়িত্বশীল। 

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন গত মার্চে আচড়ে পড়ে। মাদ্রাজ হাইকোর্ট এর যাবতীয় দায় চাপায় নির্বচন কমিশনের উপর। আদালত জানায়, ‘কমিশনকে খুনি বললেও অত্যুক্তি হয় না’। সংবাদমাধ্যমের হাত ধরে সেই খবর প্রকাশ্যে চলে আসে। আর তাতেই আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে নির্বাচন কমিশন। কমিশন বলে কোনও মামলার শুনানির সময় একমাত্র বিচারপতিদের লিখিত বয়ানই সংবাদমাধ্যমের প্রকাশ করা উচিত, মৌখিক বয়ান নয়।     

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post