কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা


শহরবাসীর জন্য ফের স্বস্তির বার্তা। বুধবারও ঝড়-বৃষ্টির সম্বাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। সোমবার থেকেই বদল ঘটেছে শহরের তাপমাত্রায়।  গত চব্বিশ ঘণ্টায় এক ধাক্কায় পারদ নেমেছে ৬ ডিগ্রি, বুধবার কলকাতার তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। 

কলকাতা ছাড়াও বুধবার দক্ষিণবঙ্গের  নদিয়া, দুই ২৪ পরগনা, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।  হালকা থেকে সাঝারি বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে. বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায়।     

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.