ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য

ভোট পরবর্তী হিংসায় জেরবার রাজ্যবাসী। শপথ নিয়েই কড়া হাতে হিংসা বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিলেন মাস্টারস্ট্রোক। বৃহস্পতিবার তিনি নবান্ন থেকে জানিয়ে দিলেন, নির্বাচন পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেখানে দল, বং, জাত, ধর্ম দেখা হবে না। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার খবর সামনে আসতে থাকে। মূলত আক্রান্ত হচ্ছেন বিরোধী শিবিরের কর্মী সমর্থকরা। জেলায় জেলায় হিংসার বাতাবরণ তৈরি হয়েছে বলে অভিযোগ তুলছে গেরুয়া শিবির। প্রতিবাদে সামিল হতে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিন অনশন আন্দোলন করেন বিজেপি নেতারা। এমনকি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে রাজভবনেও যাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

অপরদিকে ভোট পরবর্তী হিংসায় বলি বিজেপি কর্মী সমর্থকদের পরিবারদের পাশে দাঁড়াতে দিল্লি থেকে ছুঁটে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার মুখ্যমন্ত্রী মাস্টারস্ট্রোক দিলেন। এদিন নবান্নে এক সাংবাদিক সম্মলনে বললেন, ‘আমরা ক্ষতিপূরণ দিতে চলেছি যাঁরা নির্বাচনের পর হিংসার বলি হয়েছেন তাঁদের পরিবারকে। দু’‌লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেখানে কোনও দল, রং, জাত, ধর্ম দেখা হবে না। প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। ক্ষতিপূরণ দিয়ে সেই দুঃখ মেটানো যায় না। তবু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি’। পাশাপাশি তিনি কড়া হাতে পরিস্থিতি সামলানোর নির্দেশও দিয়েছেন প্রশাসনকে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post