ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি দেখতে নবান্নে হাজির রাজ্যপাল

নজিরবিহীনভাবে রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্নে পৌঁছে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে স্বাগত জানাতে নীচে ছুটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতেই নবান্নে যান রাজ্যপাল। আগেই তিনি টুইট করে জানিয়েছিলেন তাঁর নবান্ন গমণের খবর। এর আগে ২০১৩ সালে তৎকালীন রাজ্যপাল এম কে নারায়াণন প্রথমবার নবান্নে গিয়েছিলেন। তাও সেটা নবান্নের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। এরপর থেকে আর কোনও রাজ্যপালই নবান্ন মুখী হননি। এবার জগদীপ ধনকড় এলেন ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম দেখতে। প্রায় ১৫ মিনিট তিনি কন্ট্রোল রুমে থাকেন। ঘুরে দেখেন সবকিছু, কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে চলে যান। 


রাজ্যপাল এদিন প্রথমে যান আলিপুর হাওয়া অফিসে। সেখানে তিনি ঘূর্ণিঝড়ের সমস্ত খুঁটিনাটি জানেন। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ তিনি নবান্নে যান। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য তৈরি কন্ট্রোল রুমে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারেও বসেন সমস্ত সংঘাত ভুলে। পরে এক সাংবাদিক সম্মেলনে বললেন, ‘রাজ্য সরকার সব রকমের সক্রিয়তা দেখিয়ে প্রস্তুতি নিয়েছে। ভারতীয় বায়ুসেনা এবার অনেক বেশি ব্যবস্থা করে রেখেছে। ভারতীয় নৌসেনাও বিশাখাপত্তনম থেকে বিশেষ দল নিয়ে এসেছে। এনডিআরএফও প্রস্তুত। সবসময় এ ভাবেই সকলের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা দরকার। আমাদের লক্ষ্য একটাই, সাধারণ মানুষের যেন কোনও সমস্যা না হয়। সে কারণেই আমি মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছি। আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি’। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.