রাজ্যে দুই অঙ্কও পেরোবে না বিজেপি, পুরনো টুইট স্মরণ করালেন প্রশান্ত কিশোর

 


একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই সংখ্যাও পেরোতে পারবে না বিজেপি। ২০২০ সালের ২১ ডিসেম্বরে টুইটে এমনই ভবিষ্যতবাণী করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ২ মে, ২০২১। ভোটগণনা দিন দুপুরে ৮০টির বেশি আসনে এগিয়ে যায় বিজেপি। অন্যদিকে, তৃণমূল ২০০ টি আসন পেরিয়ে যায়। এতেই নিজের কথা মনে করিয়ে দিলেন তৃণমূলের ভোটকুশলী। নিজের টুইটার হ্যান্ডলে মাস চারেক আগের টুইটই একেবারে উপরে তুলে এনেছেন তিনি।


রাজ্যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জেতানোর ভার নেন প্রশান্ত কিশোর। নরেন্দ্র মোদীর সঙ্গে আগে কাজ করেছেন। তবে মমতার সঙ্গে হাত মেলানোয় বিজেপির রোষে পড়েন প্রশান্ত। কিন্তু তার সাফাই ছিল, বিজেপি-র বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই লড়ছেন তিনি।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। অন্যদিকে, বিজেপি দুই সংখ্যায় আটকে। ভোটগণনার দিন পুরনো সেই টুইটই মনে করালেন প্রশান্ত। বোঝাতে চাইলেন,তাঁর কথাই ফলে গিয়েছে ।

ভোটের ভবিষ্যতবাণী নিয়ে প্রশান্তকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজনীতি ছেড়ে তাঁকে অন্য পেশা খোঁজারও পরামর্শ দেয় গেরুয়াবাহিনী। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.