মমতাদি-অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে।' শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠল রেশন বন্টন দুর্নীতি কান্ডের মূল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। নাম উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। আজ অর্থাৎ শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের জানান, 'আমি নির্দোষ,আমি খুব তাড়াতাড়ি মুক্তি পাবো। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দল আমার পাশে আছে। মমতাদি-অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে।'
সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেফতার হয় রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে বেরিয়ে আসে তার দুই আপ্ত সহায়ক অমিত দে ও অভিজিৎ দাসের নামও এছাড়া রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয় মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানও।
Post a Comment
Thank You for your important feedback