প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের আর্জি এখনই শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। তা পাঠানো হয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর এজলাসে। বুধবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি রমন জানান, এই মামলায় বিপুল টাকা পাচারের অভিযোগ রয়েছে। তিনি তাই সেটি প্রধান বিচারপতির বিবেচনার জন্য পাঠাচ্ছেন। ইতিমধ্যে নিখোঁজ চিদম্বরমের নামে লুক আউট নোটিশ জারি করেছে ইডি। অন্যদিকে, মঙ্গলবার রাতভোর হানা দিয়েও খোঁজ মেলেনি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। দিল্লির জোড়বাগে তাঁর বাড়িতে সিবিআইয়ের টিম রাতে তিনবার গিয়েও তাঁকে পায়নি। একইসঙ্গে খোঁজ চালাচ্ছে ইডির দলও। মঙ্গলবারই সিবিআই চিদম্বরমের বাড়ির বাইরে নোটিশ লটকে জানিয়ে দিয়েছে, ২ ঘণ্টার মধ্যে চিদম্বরমকে দেখা করতে হবে সিবিআইয়ের সঙ্গে। অন্যদিকে, চিদম্বরমের আইনজীবী অর্শদীপ সিং খুরানা সিবিআইকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কোন আইনে এমন নোটিশ লাগানো হয়েছে। বুধবার চিদম্বরম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবারই আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্ট চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করার পর থেকেই চূড়ান্ত সক্রিয় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা।
Post a Comment
Thank You for your important feedback