মরশুমের প্রথম ট্রফি অধরাই থাকলো শতবর্ষের ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচ জিতলেও সেমি ফাইনালে মুখ থুবরে পড়ল আলেসান্দ্রো মেন্দেসের ইস্টবেঙ্গল। ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও পেনাল্টিতে গোল হজম করে লাল-হলুদ ডিফেন্স। প্রথমার্ধেই সামাদ আলি মল্লিকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু শেষ মুহুর্তে গোল শোধ করে কেরলের গোকুলাম এফসি। চড়া প্রতিদ্বন্দ্বীতার এই ম্যাচে ৫ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। তারই শেষ দুই মিনিট গোকুলাম এফসির ফুটবলারদের ঠেকাতে পারল না ইস্টবেঙ্গল। ফলে ম্যাচ অমীমাংশিত শেষ হলে টাইব্রেকারে গড়ায়। আর টাইব্রেকারে লাল-হলুদের দুটি শট বাঁচিয়ে মধুর প্রতিশোধ নিলেন তাঁদেরই বাতিল গোলকিপার উবেদ। কোলাদোর শট বারে লাগে। ফলে ৩-২ গোলে আইএসএল ক্লাব গোকুলাম ডুরান্ডের ফাইনালে চলে গেল। দ্বিতীয় সেমি ফাইনালে মোহনবাগানের মুখোমুখি রিয়েল কাশ্মীর। এখন দেখার মোহনবাগান ফাইনালে উঠে বাংলার মুখরক্ষা করতে পারে কিনা।
Post a Comment
Thank You for your important feedback