বিমানবন্দর থেকেই ফেরত বিরোধী নেতাদের

প্রত্যাশামতোই শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হল কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ ১১ জন বিরোধী দলের নেতাকে। শনিবার দুপুরে দিল্লি থেকে দল বেঁধে তাঁরা শ্রীনগরে গিয়েছিলেন। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর কোনও রাজনৈতিক নেতাকেই ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে তাঁদের। এদিন গিয়েছিলেন কংগ্রেস ছাড়াও তৃণমূল, সিপিএম, সিপিআই, রাষ্ট্রীয় জনতা দল, এনসিপি ও ডিএমকের প্রতিনিধিরা। গিয়েছিলেন গুলাম নবি আজাদও। এর আগে ২ বার চেষ্টা করেও কাশ্মীরে যেতে পারেননি তিনি। জম্মু বিমানবন্দরে তাঁকে আটকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো হয়েছিল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজাকেও। তাঁরা শনিবারও গিয়েছিলেন। শুক্রবার জম্মু কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ বিরোধী নেতাদের অনুরোধ করেছিল, ক্রমশ স্বাভাবিক হয়ে আসা কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা তাঁরা যেন না করেন। বহু জায়গায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। উল্লেখ্য, সেখানে প্রায় ৪০০ বিরোধী নেতানেত্রী এখন জেলে বন্দি। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিও। এদিন শ্রীনগর বিমানবন্দরে বিরোধী নেতাদের কাছে যেতেই দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। তাদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post