ফের আক্রান্ত পুলিশ। এবার আক্রান্ত হল নরেন্দ্রপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নরেন্দ্রপুর থানার দুই পুলিশ কর্মী। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও করা হয় বলে অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার ঘটনা। পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত দুদিন আগে বারুইপুর সংশোধনাগারে মৃত কাজল দের বাড়িতে শুক্রবার রাতে নোটিশ দিতে যান কয়েকজন পুলিশ কর্মী। কিছু পুলিশকর্মী বাড়ির ভিতরে গেলেও দুজন সিভিক কর্মী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে ওই দুই সিভিক কর্মীকে বেধড়ক মারধোরের পাশাপাশি পুলিশ গাড়িও ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তজনা ছড়ায়। গুরুতর জখম দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback