আর্থিক মন্দা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

আর্থিক মন্দা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার তাঁর দাবি, দুনিয়ার জিডিপি এখন ৩.২। তার থেকে ভারতের জিডিপি অনেক ভালো। সেইসঙ্গে অর্থনীতিকে চাঙা করার কয়েকটি পদক্ষেপের কথাও শুনিয়েছেন তিনি। গৃহ ও গাড়ির ঋণের ইএমআই কমানো হবে। ৪ লাখ কোটি টাকার নগদ ঢালা হচ্ছে বাজারে। ব্যাঙ্কগুলিকে চাঙা করতে ৭০ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। মূলধনী বাজার চাঙা করতে বিদেশিদের দেশি ব্যাঙ্কের আমানতে সারচার্জ তুলে দেওয়া হচ্ছে। তাদের ওপর বাজেটে ঘোষিত সুপার রিচ ট্যাক্স তুলে দেওয়া হচ্ছে। তোলা হচ্ছে শেয়ার বাজারে দেশি লগ্নির ওপর করও। জিএসটির রিফান্ড ৩০ দিনের মধ্যে দেওয়া হবে।
তাঁর কথায়, ব্যাঙ্কগুলি রেপো রেট কমানোর সুবিধা গ্রাহকদের দেবে। কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি লঙ্ঘন আর ফৌজদারি অপরাধ থাকবে না। আয়করের অহেতুক হানাদারি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনমাসের মধ্যে কর মামলা নিষ্পত্তি করা হবে। আরও সরল করা হবে জিএসটি। বিজয়া দশমী থেকেই কর আদায় পরীক্ষার ব্যবস্থা এমন হবে যাতে আয়কর অফিসাররা আর হয়রানি করতে না পারেন। ট্যাক্স জমা দেওয়ার পদ্ধতিও সরল করা হবে। আয়করের সমনও এখন থেকে কেন্দ্রীভূতভাবে একই জায়গা থেকে যাবে। তাঁর দাবি, সংস্কারের পথ থেকে পিছু হটবে না ভারত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post