তাঁর ‘নতুন’ ভারতে দুর্নীতি, স্বজনপোষণ, জনগণের টাকা লুট আর সন্ত্রাসবাদের ওপর সরকারের ফাঁস শক্ত হচ্ছে। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে ভারতীয়দের এক সমাবেশে মোদি বলেন, তাঁর সরকারের প্রতি বিপুল জনাদেশ একটা সরকার গড়ার জন্যই নয়, জীবনযাপন এবং ব্যবসা করার স্বাচ্ছন্দ্যের জন্যই। মোদির জন্য ভারত সামনের দিকে দৌড়চ্ছে না। ভারতীয়রা যে শিলমোহর দিয়েছেন, তার জোরেই এগোচ্ছে ভারত। মাত্র ৭৫ দিনেই নতুন সরকার বহু সিদ্ধান্ত নিয়েছে। রেকর্ড কাজ হয়েছে সংসদেও। এখন ভারত মানে কাজের ভারত। প্যারিস থেকে এই পাঁচদিনের সফরে মোদি আরব ও বাহেরিন ঘুরে জি৭ বৈঠকে যোগ দিতে প্যারিসে ফিরবেন।
তাঁর ‘নতুন’ ভারতে দুর্নীতি, স্বজনপোষণ, জনগণের টাকা লুট আর সন্ত্রাসবাদের ওপর সরকারের ফাঁস শক্ত হচ্ছে। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে ভারতীয়দের এক সমাবেশে মোদি বলেন, তাঁর সরকারের প্রতি বিপুল জনাদেশ একটা সরকার গড়ার জন্যই নয়, জীবনযাপন এবং ব্যবসা করার স্বাচ্ছন্দ্যের জন্যই। মোদির জন্য ভারত সামনের দিকে দৌড়চ্ছে না। ভারতীয়রা যে শিলমোহর দিয়েছেন, তার জোরেই এগোচ্ছে ভারত। মাত্র ৭৫ দিনেই নতুন সরকার বহু সিদ্ধান্ত নিয়েছে। রেকর্ড কাজ হয়েছে সংসদেও। এখন ভারত মানে কাজের ভারত। প্যারিস থেকে এই পাঁচদিনের সফরে মোদি আরব ও বাহেরিন ঘুরে জি৭ বৈঠকে যোগ দিতে প্যারিসে ফিরবেন।
Post a Comment
Thank You for your important feedback