গত ৭০ বছরে দেশে এমন আর্থিক মন্দা আসেনি। জানিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীবকুমার। তাঁর মতে, এই মন্দা অভূতপূর্ব। গত পাঁচবছরে সবথেকে অর্থনীতির হাল সবথেকে খারাপ হয়েছে। এমন নগদের সমস্যা কোনও সরকারকে মোকাবিলা করতে হয়নি। গোটা অর্থব্যবস্থাই টালমাটাল। কেউ কাউকে বিশ্বাস রতে পারছে না। তাঁর দাবি, আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক কিছু পদক্ষেপ নিচ্ছে। নগদের সমস্যা মেটানোর ব্যাপারে কিছু উন্নতি হয়েছে। সরকারি ব্যাঙ্কগুলিও নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলিকে নগদ টাকা দিয়েছে। কমানো হয়েছে ব্যাঙ্কের ঋণের সুদের হার। www.calcuttanewstv.blogspot.com
Post a Comment
Thank You for your important feedback