কচুয়া ধামে পদপিষ্ট হয়ে মৃত ৪ পূণ্যার্থী। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চারজনের মৃত্যু হয়। যার মধ্যে ২ জন মহিলা। একজনকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। আহতদের দেখতে আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেল ও এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।
বসিরহাট মহকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধামের ঘটনা। জন্মাষ্টমী উপলক্ষে মানুষের ঢল নামে বৃহস্পতিবার রাতে। বেলা থেকে জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্ত কচুয়া লোকনাথ বাবা মন্দিরে বিভিন্ন নদীর ঘাট থেকে জল নিয়ে যায়। ভক্তদের চাপে লোকনাথ বাবা লোকনাথের মূল গৃহে ঢোকার আগে পুকুরের ধারের পাঁচিল প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে যায়। পাশের কয়েকটি দোকানের উপর দেওয়ালটি ভেঙে পড়ে। চাপা পড়েন বহু ভক্ত। সেই সময় পদপিষ্ট হয়ে ৩৩ জন আহত হয়েছেন। আহতরা আরজিকর, নীলরতন হাসপাতাল, বসিরহাট জেলা হাসপাতাল ও ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ, এবার কোনও লকগেট তৈরি করা হয়নি।
বসিরহাট মহকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধামের ঘটনা। জন্মাষ্টমী উপলক্ষে মানুষের ঢল নামে বৃহস্পতিবার রাতে। বেলা থেকে জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্ত কচুয়া লোকনাথ বাবা মন্দিরে বিভিন্ন নদীর ঘাট থেকে জল নিয়ে যায়। ভক্তদের চাপে লোকনাথ বাবা লোকনাথের মূল গৃহে ঢোকার আগে পুকুরের ধারের পাঁচিল প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে যায়। পাশের কয়েকটি দোকানের উপর দেওয়ালটি ভেঙে পড়ে। চাপা পড়েন বহু ভক্ত। সেই সময় পদপিষ্ট হয়ে ৩৩ জন আহত হয়েছেন। আহতরা আরজিকর, নীলরতন হাসপাতাল, বসিরহাট জেলা হাসপাতাল ও ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ, এবার কোনও লকগেট তৈরি করা হয়নি।
Post a Comment
Thank You for your important feedback