বনগাঁ পুরসভায় ফের অনাস্থা ভোটের নির্দেশ

বনগাঁ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নতুন করে অনাস্থা ভোটগ্রহণের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। ১২ দিনের মধ্যে ভোট করাতে হবে বলে সোমবার জানিয়েছেন তিনি। এই নির্দেশ মানা না হলে আদালত অবমাননারও নির্দেশ দিয়েছেন তিনি। জেলার পুলিশ সুপারকে বিচারপতির নির্দেশ, সব কাউন্সিলরকে নিরাপত্তা দিতে হবে। ভোট হবে জেলাশাসকের দফতরে। উল্লেখ্য, গত ১১ জুলাই অনাস্থা ভোটের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৬ জুলাই সেই ভোট নিয়ে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার হয়। তারপরই মামলা যায় হাইকোর্টে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post