নদিয়ার হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হরিণঘাটা ব্লকের বিডিও কৃষ্ণগোপাল ধারা স্বীকার করে নিয়েছেন ইতিমধ্যেই প্রায় ১২৫ জনের শরীরে ডেঙ্গুর জীবানু পাওয়া গিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচশোর মতো মানুষ জ্বর ভুগছেন। তবে সমস্ত এলাকাতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সচেতনভাবে কাজ করা সত্ত্বেও মানুষের সচেতনতার অভাবেই ডেঙ্গুর মশা বাড়ছে বলে দাবি করেছেন বিডিও। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নদিয়ার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি বলে জানিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত ব্লকের ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় এলাকায় সরকারি উদ্যোগে চলছে মেডিক্যাল ক্যাম্পও। মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যও চলছে প্রচার।
Post a Comment
Thank You for your important feedback