কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের বিরুদ্ধে মামলা অক্টোবরের প্রথম সপ্তাহে শুনবে সুপ্রিম কোর্ট। কোর্টের পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চে এই মামলার শুনানি হবে। এরই পাশাপাশি, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে দলের নেতা ইউসুফ তারিগামিকে দেখতে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়েছেন। একই অনুমতি পেয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মহম্মদ আলিম সইদও। তবে ইয়েচুরি দেখা করা ছাড়া আর কিছু করতে পারবেন না। ইয়েচুরি সেই মর্মে মুচলেকাও দিয়েছেন। সইদকেও কাশ্মীর থেকে ফেরার পরই কর্তৃপক্ষকে তা জানাতে হবে। কাশ্মীর নিয়ে ১৪টি আবেদনের শুনানির সময় বুধবার সুপ্রিম কোর্ট বলেছে, কোনও নাগরিক যদি দেশের কোনও অংশ যেতে চান, তাঁকে সেই সুবিধা দিতে হবে। সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রে কাছে নোটিশ পাঠাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback