লালগোলাগামী ধন্যধান্য এক্সপ্রেসে একটি এসি ক্যামরার নিচ থেকে ধোঁয়া বেড়োতে দেখে চাঞ্চল্য ছড়ালো যাত্রীদের মধ্যে। শুক্রবার সকালে মুর্শিদাবাদ বেলডাঙ্গা স্টেশনের পর থেকে পোড়া গন্ধ পান এসি কোচের যাত্রীরা। এরপরই তাঁরা দেখতে পান ওই কামরার নীচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কিত যাত্রীরা এরপরই গার্ডকে খবর দিলে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আতঙ্কে ওই কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। পরে ধীরে ধীরে ট্রেনটি বাদকুল্লা স্টেশন পর্যন্ত নিয়ে যান গার্ড ও চালক। সূত্রের খবর, ধন্যধান্য এক্সপ্রেসের যাত্রা বাদকুল্লা থেকে বাতিল করেছে রেল।
লালগোলাগামী ধন্যধান্য এক্সপ্রেসে একটি এসি ক্যামরার নিচ থেকে ধোঁয়া বেড়োতে দেখে চাঞ্চল্য ছড়ালো যাত্রীদের মধ্যে। শুক্রবার সকালে মুর্শিদাবাদ বেলডাঙ্গা স্টেশনের পর থেকে পোড়া গন্ধ পান এসি কোচের যাত্রীরা। এরপরই তাঁরা দেখতে পান ওই কামরার নীচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কিত যাত্রীরা এরপরই গার্ডকে খবর দিলে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আতঙ্কে ওই কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। পরে ধীরে ধীরে ট্রেনটি বাদকুল্লা স্টেশন পর্যন্ত নিয়ে যান গার্ড ও চালক। সূত্রের খবর, ধন্যধান্য এক্সপ্রেসের যাত্রা বাদকুল্লা থেকে বাতিল করেছে রেল।
Post a Comment
Thank You for your important feedback