ভাটপাড়ায় ২ মাস বেতন নেই কর্মচারীদের

লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পর্যুদস্ত হয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। একে একে হারাতে হয়েছিল ব্যারাকপুর লোকসভা আসন, ভাটপাড়া বিধানসভা আসন ও ভাটপাড়া পুরসভা। পাশাপাশি তাঁরই হাত ধরে নোয়াপাড়া পুরসভা ও ব্যারাকপুরের বেশ কয়েকটি পঞ্চায়েত শাসকদলের থেকে নিজেদের দখলে নেয় বিজেপি। ফলে রাতারাতি বিরোধী হয়ে যাওয়া এই ভাটপাড়া পুরসভাতে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। বুধবার এই পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং অভিযোগ করলেন, রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণের জন্য পুরসভার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা দুমাসের বেতন হয়নি। সামনেই পূজো, ফলে তাঁদের বেতন ও বোনাসের টাকা আদায় করতে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ভাটপাড়ার চেয়ারম্যান।
সৌরভের অভিযোগ, মূলত লোকসভা নির্বাচনের পর থেকেই যাবতীয় অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে রাজ্য। ফলে একদিকে যেমন উন্নয়ন থমকে রয়েছে অন্যদিকে প্রায় ৪০০০ স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক পুরকর্মী বেতন সমস্যায় ভুগছেন। যারফলে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভাটপাড়া পুরসভার ৩৫টি ওয়ার্ডের মানুষ। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং আরও দাবি করেছেন, বিগত তিনমাসে রাজ্য সরকারের থেকে বিভিন্ন খাতে পাওনা ২ কোটি ৮৯ লক্ষ ৫৩ হাজার টাকা হাতে পায়নি পুরসভা। পুরসভার প্রায় ৩৪০০ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারিদের বেতনের কিছু টাকা মেটোনো হয়েছে পুরসভার নিজস্ব আয় থেকে। যারফলে বন্ধ রাখতে হয়েছে অন্যান্য উন্নয়নমূলক কাজ। সৌরভ সিংয়ের দাবি, সাধারণ কর্মচারিদের বেতন, এমপি ল্যাডের টাকা ও সুয়ারেজ কাজের টাকা আটকে রাজ্য সরকার রাজনীতি করছে। তাঁর কথায়, এমপি ল্যাডের ১৫ কোটি টাকাও আটকে রেখেছে প্রশাসন। এর থেকেই বোঝা যায় এখানে বিজেপি জেতার জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সাধারণ মানুষের উন্নয়নের টাকাও দিচ্ছে না ভাটপাড়া পুরসভায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post