লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতির পর আন্তর্জাতিক টেনিসে আরেক তারার উদয় হল। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ভারতের অনামী টেনিস খেলোয়ার মুখোমুখি হয়েছিলেন টেনিসের ‘ভগবান রজার’ ফেডরারের। সকলকে চমকে দিয়ে এই অবাছাই ভারতীয় টেনিস খেলোয়ার সুমিত নাগাল বিশ্বের অন্যতম বাছাই রজার ফেডেরারকে প্রথম সেটেই হারিয়ে দেয়। যদিও পরের তিনটি সেটে বেশ লড়াই করে ফেডেরার জিতে নেয় ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচটি। তবে অবাছাই ভারতীয়কে হারাতে প্রায় আড়াই ঘন্টার বেশি সময় নিলেন টেনিসের ভগবান। ম্যাচ শেষে সুমিতের প্রশংশায় ভরিয়ে
দিলেন তিনি। ফেডেরার বলেছেন, ‘ও অনেক দূর যাবে। বড় মঞ্চে খেলার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বড় মঞ্চে নিজের সেরাটা দেখানো রীতিমতো কঠিন। আর সুমিত নাগাল সেটা দারুণ সামলালো এদিন’।সুমিতের বহুদূর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে দিয়েছেন রজার ফেডেরার। এদিনের ম্যাচে বারেবারেই ফেডেরারকে চাপে ফেলে দিয়েছে সুমিত। বিশেষ করে প্রথম সেটে ৬-৪ গেমে জিতেও নেন সুমিত নাগাল। এরপর দ্বিতীয় সেট খেকে নিজেকে সামলে নিয়ে পরের তিন সেট ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে জিতে পরের রাউন্ডে চলে যান তিন নম্বর বাছাই রজার ফেডেরার।
দিলেন তিনি। ফেডেরার বলেছেন, ‘ও অনেক দূর যাবে। বড় মঞ্চে খেলার স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বড় মঞ্চে নিজের সেরাটা দেখানো রীতিমতো কঠিন। আর সুমিত নাগাল সেটা দারুণ সামলালো এদিন’।সুমিতের বহুদূর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে দিয়েছেন রজার ফেডেরার। এদিনের ম্যাচে বারেবারেই ফেডেরারকে চাপে ফেলে দিয়েছে সুমিত। বিশেষ করে প্রথম সেটে ৬-৪ গেমে জিতেও নেন সুমিত নাগাল। এরপর দ্বিতীয় সেট খেকে নিজেকে সামলে নিয়ে পরের তিন সেট ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে জিতে পরের রাউন্ডে চলে যান তিন নম্বর বাছাই রজার ফেডেরার।
Post a Comment
Thank You for your important feedback