জঙ্গি ঢোকাতে তৎপর পাকিস্তান, রিপোর্ট গোয়েন্দাদের


সীমানা পেরিয়ে ভারতে জঙ্গি ঢোকাতে তৎপর পাকিস্তান। তারা ১০০ জন পাখতুন ও আফগান যোদ্ধাকে এজন্য তারা নিয়ন্ত্রণরেখার বিভিন্ন জায়গায় জড়ো করেছে। এমনই জানিয়েছে গোয়েন্দা বিভাগ। তাদের নির্দিষ্ট খবর, কাশ্মীরের লিপা উপত্যকায় পাকিস্তানের জৈশ এ মহম্মদ এক ডজনেরও বেশি আফগান ও পাখতুন জঙ্গিকে সীমান্ত পেরোনোর জন্য মোতায়েন করেছে। পাক সেনার বিশেষ প্রশিক্ষিত স্পেশাল সার্ভিসেস গ্রুপের মদত রয়েছে তাদের পিছনে। কাশ্মীরের কেরান, পুঞ্চে জোরকদমে চলছে জঙ্গিদের নিয়োগের কাজ। প্রতিরক্ষামন্ত্রকের খবর, পাকিস্তান যে কোনওভাবে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করার বিষয়টি জীবন্ত রাখতে চায়। তাছাড়া, ভারতের বিভিন্ন শহরেও তারা হামলা চালাতে পারে। বৃহস্পতিবার তামিলনাডুর কোয়েম্বাত্তুরে জারি করা হয়েছে চরম সতর্কতা। খবর এসেছে, শ্রীলঙ্কা থেকে এসে ৬ জন লস্কর ই তৈবার জঙ্গি কোয়েম্বাত্তুরে ঘাঁটি গেড়েছে। এদের একজন ইলিয়াস আনোয়ার পাকিস্তানি নাগরিক। বাকিরা শ্রীলঙ্কার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post