ব্যাঙ্কের ৪১১ কোটি মেরে বিদেশে পলাতক ৩ ব্যবসায়ী

 

রামদেব ইন্টারন্যাশনালের তিন মালিক ব্যাঙ্কের ৪১১ কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়েছে। স্টেট ব্যাঙ্ক সিবিআইকে অভিযোগ জানিয়েছে, ৬টি ব্যাঙ্কের একটি কনসর্টিয়াম থেকে তারা প্রতারণা করে ওই টাকা হাতিয়ে নিয়েছে। এই কোম্পানিটি পশ্চিম এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বাসমতী চাল রফতানি করত। কোম্পানির ডিরেক্টর নরেশ কুমার, সুরেশ কুমার ও সঙ্গীতা শুধু স্টেট ব্যাঙ্ক থেকেই নিয়েছে ১৭৪ কোটি টাকা। এই কোম্পানির তিনটি চালকল রয়েছে। এছাড়া কারনালে রয়েছে আটটি গ্রেডিং কারখানা। এফিস রয়েছে সৌদি আরব ও দুবাইয়ে। স্টেট ব্যাঙ্ক ছাড়া ওই করসর্টিয়ামে রয়েছে কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, আইডিবিআই, সেন্ট্রাল ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক। করোনা লকডাউন থাকায় সিবিআই কোনও তল্লাশি চালাতে পারেনি। তারা অভিযুক্তদের সমন পাঠাবে জিজ্ঞাসাবাদের জন্য। ২০১৬ সালের জানুয়ারিতে কোম্পানির অ্যাকাউন্ট অনাদায়ী সম্পদ হয়ে গিয়েছে। প্রায় ৭-৯ মাস পরে ব্যাঙ্কগুলি যুগ্মভাবে কোম্পানির সম্পদগুলি ঘুরে দেখে। সেখানে মোতায়েন ছিল হরিয়ানা পুলিসের রক্ষীরা। তখনই জানা গিয়েছিল, অভিযুক্তরা বিদেশে পলাতক। এবং তারা কারখানা থেকে সব মেশিনপত্র সরিয়ে নিয়েছে, কারচুপি করেছে ব্যালান্স শিটে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post