
ট্রেন নয়, এবার ট্রাক। হায়দরাবাদ থেকে ওঁরা উত্তরপ্রদেশে ফিরতে চেয়েছিলেন আমভর্তি ট্রাকে। মাঝপথে ট্রাকটি উল্টে গিয়ে প্রাণ হারালেন ৫ জন শ্রমিক। শনিবার রাতে মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায় এই ঘটনা ঘটেছে। ট্রাকটিতে সবমিলিয়ে চিলেন ২৮ জন। তাদের মধ্যে ১৫ জন পরিযায়ী শ্রমিক। মোট আহত ১৩ জন। ২ জনের অবস্থা গুরুতর। নরসিংপুরের ডজেলাসাসক দীপক সাক্সেনা জানিয়েছেন, তাদের জবলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৬ পরিযায়ী শ্রমিক ট্রেন কাটার পর এই ঘটনায় আবার শুরু হয়েছে চাপানউতোর।
Post a Comment
Thank You for your important feedback