বিমানে বিদেশ ফেরত ২ জনের করোনা ধরা পড়ল

 

বিদেশ থেকে বিশেষ বিমান কেরলে ফিরেছেন এমন ২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। দুবাই ও আবু ধাবি থেকে ৭ মে দুটি বিমানে এরা ফিরেছেন। কেন্দ্রীয় সরকারের বন্দে ভারত মিশনে এদিনই আমেরিকার সান ফ্রানসিস্কো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন যাত্রীরা। আমেরিকায় প্রথম সপ্তাহে ২৫ হাজার ভারতীয় নাগরিক দেশে ফেরার আবেদন জানিয়েছেন। ৭টি বিমানে তাদের ফেরানো হবে। এদিকে, দেশজুড়ে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু, দিল্লি থেকে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ার খবর আসছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেনে বাসে লাখ লাখ পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ফলে আগামী দিন সংখ্যাটা আরও বাড়বে। পাশাপাশি বিশেষ বিমানেও আসতে শুরু করেছেন বিদেশে আটকে পড়া যাত্রীরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, মোট করোনা আক্রান্তের সংখ্য এখন ৬২,৯৩৯। মৃতের সংখ্যা ২,১০৯ জন। শনিবার মুম্বই পুলিশের এক এএসআই করোনায় মারা গিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post