মমতাকে ফোন অমিতের, সাহায্যের আশ্বাস আমফানে

তাঁর সঙ্গে কথা বলা হয়নি। সোমবার ঘূর্ণিঝড় আমফানের প্রস্তুতি নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পশ্চিমবঙ্গের তরফে ডাকা হয়েছিল শুধু দিল্লির রেসিডেন্ট কমিশনারকে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রকাশ্যেই মন্তব্যও করেছিলেন। কিন্তু এই ব্যাপারে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, রাজ্যের কাউকে ডাকতে হলে মুখ্যসচিবের মাধ্যমে ডাকতে হয়। এটাই নিয়ম। একটা বিপর্যয় নিয়ে বৈঠক হচ্ছে। প্রোটোকল মেনে তা করা হয়নি। রাজ্যে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব রয়েছেন। কারও সঙ্গে কথা বলা হয়নি। 
এরপর মঙ্গলবার সকালে নিজেই মমতাকে ফোন করেন অমিত শাহ। জানান, বিপর্যয়ে বাংলার পাশেই থাকবে কেন্দ্র। এজন্য সবরকম সাহায্যেরও প্রতিশ্রুতি দেন তিনি। কেন্দ্রের তরফে উপকূলবর্তী জেলাগুলিতে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম। দিঘায় এসেছে ৩৪ জনের একটি টিম। দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপ ক্যানিং মহকুমায় এনডিআরএফের ৫টি এবং ৪টি এসডিআরএফের টিম পাঠানো হয়েছেয তারা মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা, মানখানা, পাথরপ্রতিমা, গোসাবায় কাজ করবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post