রাজনৈতিক গোলমালের জেরে দীর্ঘদিন পরে গ্রামে ফিরে খুন হল এক যুবক। পুলিশ জানায় যুবকের নাম সমীর কাঁড়ার। বাড়ি আমতা চন্দ্রপুর অঞ্চলের ঘোষপুর গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠন করাকে কেন্দ্র করে শাসক দলের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়। পঞ্চায়েতের ৭ জন এবং পঞ্চায়েত সমিতির ২ জন জয়ী সদস্য সহ প্রায় তিন শতাধিক মানুষকে গ্রাম ছাড়তে হয়েছিল। শনিবার সকালে পুলিশি পাহারায় ঘরছাড়ারা চন্দ্রপুর গ্রামে ঢোকেন। পরিবারের অভিযোগ সোমবার রাতে সমীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় চন্দ্রপুরে অঞ্চলের কয়েকজন তৃণমূল কর্মী। বাড়ির কিছুটা দূরে গিয়ে সমীরকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। সমীর রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তাঁকে তাকে খুন করে চলে যায় আততায়ীরা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
Post a Comment
Thank You for your important feedback