প্রবল ঘূর্ণঝড় আমফান এখন দিঘার কাছে। মঙ্গলবার রাতে তা ছিল ৭৫০ কিলোমিটার দূরে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সুপার সাইক্লোন আমফান পারাদ্বীপের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। তাদের পূর্বাভাস, আরও কিছু সময় আমফান উত্তরদিকে এগোবে। তারপর বঙ্গোপসাগরের উত্তর-উত্তরপূর্বে যাবে। বুধবার বিকেল বা সন্ধেয় পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপে সেটি আছড়ে পড়বে। তখন ঝজডে গতিবেগ থাকবে ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তা বেড়ে ১৮৫ কিলোমিটারে পৌঁছতে পারে। তবে শেষ বুলেটিনে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৬ ঘণ্টায় আমফান সুপার সাইক্লোন থেকে শক্তি হারিয়ে অতি শক্তিশালী ঝড়ে রূপান্তরিত হতে পারে। এর ফলে প্রচণ্ড ক্ষতি হবে সুন্দরবনের। বেশি প্রভাব পড়বে বাংলাদেশের সুন্দরবনে। এদিকে, আমফানের মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা মঙ্গলবার রাতে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে।
Post a Comment
Thank You for your important feedback