দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪,৯৭০, মৃতের সংখ্যা বেড়েছে ১৩৪। গত ২ দিনে আক্রান্ত বেড়েছে ১০ হাজার করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০১,১৩৯ জন। মোট মৃত ৩,১৬৩। দেখা যাচ্ছে, ১১ মে থেকে প্রতিদিনই গড় সংক্রমিত হয়েছেন ৪,০৭৭ জন, মারা গিয়েছেন প্রতিদিন গড়ে ১১৫ জন। মহারাষ্ট্র এখনও তালিকার শীর্ষে। সেখানে মোট আক্রান্ত ৩৫ হাজারেরও বেশি। মৃত ১,২৪৯ জন। এক মুম্বইতেই নতুন সংক্রমণ ধরা পড়েছে ১,১৮৫, মোট আক্রান্ত ২১,১৫২। মারা গিয়েছেন আরও ২৩ জন। মোট মৃত ৭৫৭। মুম্বইয়ে অবস্থার সামাল দিতে নামানো হয়েছে ৫ কোম্পানি আধা সামরিকবাহিনী। এরপরই তামিলনাড়ু, মোট আক্রান্ত ১১,৭৪৬, মৃত ৮১। গুজরাতে আক্রান্ত ১১,৭৪৬ জন। তবে গুজরাতে মৃ্তের সংখ্যা তামিলনাড়ুর থেকে বেশি, ৬৯৪ জন। রাজস্থানে ১২২টি নতুন সংক্রমণ হয়েছে। মারা গিয়েছেন ১ জন। মোট আক্রান্ত ৫,৬২৯। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থ হওয়ার হার এখন ৩৮.২৯%। প্রতি এক লাখ জনসংখ্যায় আক্রান্ত হচ্ছেন ৭.১ জন। এই সংখ্যাবৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, পরিযায়ী শ্রমিকের চলাচল, বেশি সংখ্যায় নমুনা পরীক্ষা ও উন্নত রিপোর্টিংয়ের ব্যবস্থা।
Post a Comment
Thank You for your important feedback