চতুর্থ দফার লকডাউন শুরুর আগেই বেশ কিছু ক্ষেত্রে ছাড় পাওয়ার ইঙ্গিত ছিল। সেইমতো শর্তসাপেক্ষে বেশ কিছু পরিষেবা চালুর ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। সামাজিক দূরত্ব বিধি মেনে আগেই চালু হয়েছে সরকারি বাস পরিষেবা। কলকাতা, বিধাননগরের নির্দিষ্ট এলাকায় চলছে অ্যাপ ক্যাব ও হলুদ ট্যাক্সিও। এবার শহরে শুরু হয়ে গেল অটো পরিষেবাও। শর্তসাপেক্ষে ২ জন যাত্রী নিয়েই কলকাতায় অটো চলাচল শুরু হল বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ২৭ মে থেকে রাজ্যে চালানো যেতে পারে অটো। তবে তার জন্য অটোচালকদের পুলিশের অনুমতি লাগবে। সেই নির্দেশ মেনেই বুধবার সকাল থেকে অটো নিয়ে রাস্তায় বেড়িয়েছেন চালকরা। টালা থেকে টালিগঞ্জ, উল্টোডাঙা থেকে মধ্যমগ্রাম, ১ নম্বর এয়ারপোর্ট, নিউটাউন, সল্টলেকের পুরোনো রুটে ফিরে এসেছে তিন চাকা যান। তবে মাত্র ২ জন যাত্রী নিয়ে কতটা লাভের মুখ দেখবেন চালকরা? সেই নিয়েই আলোচনা চলছে সর্বত্র। চালকদের বক্তব্য, ভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও, তাই বাড়তি ভাড়াও চাওয়া যাবে না। আবার অন্যদিকে অনেক জায়গায় পুলিশের কাছে আবেদন করেও অটো চালানোর অনুমতি পাননি চালকরা। ফলে এই নিয়েও অসোন্তোষ বাড়ছে। সবমিলিয়ে শহরের রাস্তায় ফের অটোর দেখা মেলায় অফিসযাত্রীদের অনেকটাই সুবিধে হল বলেই জানাচ্ছেন তাঁরা। বুধবার সকাল থেকেই অটো ধরার জন্য লাইনেও দাঁড়াতে দেখা গিয়েছে অফিসযাত্রীদের। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তিলোত্তমা কলকাতা।
Post a Comment
Thank You for your important feedback