রেশন দূর্নীতির অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি

রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই রেশনে পরিমাণে কম ও খারাপ খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলা বিজেপি জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে যায় সোমবার।
কিন্তু পথেই বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী সহ চারজনকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন চলছে তাতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার রেশনে আগামী ৬ মাস বিনামূল্যে চাল ও আটা দেওয়ার ঘোষণা করলেও মানুষ তা পাচ্ছে না বলে অভিযোগ।
BJP Leader Arrest
রাজ্যের একাধিক জায়গা থেকে বিক্ষোভ ও মারধোরের ঘটনা সামনে আসছে। এমনকি মুর্শিদাবাদের সালারে এক রেশন ডিলারের বাড়ির সামনে আগুনও ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। রাজ্য বিজেপির দাবি, প্রশাসনের নজরদাবির অভাব ও তৃণমূল নেতৃত্বের যোগসাজসেই রেশন ডিলাররা কম মাল দিচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতেও রাজ্যে রেশন ব্যবস্থায় চলছে ব্যাপক দুর্নীতি, দাবি বিজেপির। সোমবার, রেশন দুর্নীতি নিয়ে জেলাশাসক কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী সহ কয়েকজন। এরপরই বাপী গোস্বামী সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা নিয়ে সরব হয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post