গ্রেফতার করা যেতে পারে রাজীবকুমারকে, রায় দিল হাইকোর্ট

প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে সিবিআইয়ের আর কোনও বাধা নেই। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর ওপর থেকে রক্ষাকবচ তুলে নিয়েছে। হাইকোর্ট বলেছে, এক্তিয়ারের মধ্যে সিবিআই কাজ করলে তাদের কিছু বলার নেই। তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত। তাছাড়া, তাঁকেই সারদা মামলায় নিশানা করা হয়েছে বলে রাজীব কুমার যে অভিযোগ করেছিলেন, তাও খারিজ করেছে উচ্চ আদালত। তাদের বক্তব্য, অন্য পুলিশ অফিসারদেরও জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেস ডায়েরি তেমনই বলছে। বিচারপতি বলেছেন, তদন্তের স্বার্থে যে কাউকে বারবার জেরা কররেই পারে সিবিআই। সবার উচিত, তাতে সাহায্য করা। উল্লেখ্য, সারদা চিটফান্ডের তদন্তের সময় রাজ্য সরকারের সিটের দায়িত্বে ছিলেন তখনকার বিধাননগরের পুলিশ কমিশনারে রাজীব কুমার। তাঁকে শিলংয়ে নিয়ে গিয়েও জেরা করা হয়েছিল। এরপর সিবিআইয়ের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন রাজীব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post