লকডাউন কিছুটা শিথিল হতেই রাস্তায় ভিড় জমছে। এই পরিস্থিতিতে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার মুখে। পঞ্চম দফার লকডাউন লাগু হওয়ার সম্ভবনা থাকলেও আরও কিছুটা বিধিনিষেধ শিথিল করা হতে পারে। এই আবহেই কেন্দ্রকে এখনই লোকাল ট্রেন চালু না করতে অনুরোধ করল নবান্ন। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে রাজ্যগুলির মুখ্যসচিবদের ভিডিয়ো কনফারেন্সিং ছিল। সেখানেই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবকে এই অনুরোধ করেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। এই বৈঠকে রাজীব সিনহা জানান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন প্রত্যাহার সমীচিন হবে না বলেই মনে করছে পশ্চিমবঙ্গ সরকার।
লোকাল ট্রেন চালানোও উচিত হবেনা। কারণ লোকাল ট্রেনে কোনওমতেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। লোকাল ট্রেন চললে সংক্রমণ ছড়াবে দ্রুত হারে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, শিয়ালদা ও হাওড়ার লোকাল ট্রেনই বিশাল সংখ্যক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যোগাযোগের একমাত্র অবলম্বন। লকডাউনের জেরে দুমাসের বেশি বন্ধ রয়েছে এই লোকাল ট্রেন পরিষেবা। ফলে শহরতলি ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতায় আসতে পারছেন না। রুটিরুজির সন্ধানেই আসেন প্রচুর মানুষ। দীর্ঘদিন লকডাউন থাকায় এই মানুষজনের জমা পুঁজি শেষ হয়েছে প্রায়। তাই লোকাল ট্রেন চালু হলেই সকলে কলকাতায় আসবেন রুটিরুজির সন্ধানে। তখন সংক্রমণ রুখতে সোশাল ডিসট্যান্সিং বজায় রাখা একেবারেই সম্ভব হবেনা। তাই লকডাউন আরও কিছুটা শিথিল করলেও এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু না করার পরামর্শ দিল নবান্ন।
Post a Comment
Thank You for your important feedback