যদি ভারত আক্রমণ করে তবে সমুচিত জবাব পাবে। ভারত অগ্রাসী পদক্ষেপ নিলে পাল্টা দিতে তৈরি পাকিস্তান। এমনটাই দাবি করলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। বুধবার রাতেই পাকিস্তানের এক সরকারি রেডিও চ্যানেল এই খবর প্রচার করেছে। ওই রেডিও চ্যানেলে পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘পাকিস্তানকে ফাঁদে ফেলতে উস্কানিমূলক পদক্ষেপ করছে ভারত। কিন্তু আমরা অতীতেও সংযম দেখিয়েছি এবং ভবিষ্যতেও ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত’। তিনি আরও দাবি করেছেন, ভারত মাঝেমধ্যেই পাক ভূখণ্ডে ড্রোন পাঠিয়ে ছবি ও ভিডিও তুলছে। পাক বাহিনীও অনেকগুলি ড্রোন গুলি করে নামিয়েছে। এর থেকেই ভারতের অভিসন্ধি পরিস্কার হয়ে যাচ্ছে। যদিও ভারতীয় ড্রোন সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি পাক বিদেশমন্ত্রী। তিনি হুমকির আদলেই বলেন, ‘আমরা শান্তির পথ পছন্দ করি বটে, কিন্তু আমাদের সংযমকে দুর্বলতা বলে ভুল করা অনুচিত হবে’। ওই পাক সরকারি রেডিওর রিপোর্ট অনুযায়ী ভারতকে সংযত থাকার স্পষ্ট বার্তা দিলেন শাহ মাহমুদ কুরেশি। যদিও পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর এখনও প্রতিক্রিয়া দেয়নি ভারত। উল্লেখ্য, এর আগে বহুবার কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে আক্মমণাত্মক মন্তব্য করেছেন। যার পাল্টা দিয়েছিল নয়া দিল্লিও। এবার ভারত পাক বিদেশমন্ত্রীর মন্তব্যের পাল্টা কী বলে সেটাই দেখার। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান।
Post a Comment
Thank You for your important feedback