এতদিনের সব রেকর্ড ছাড়াল দেশে সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন প্রায় সাতহাজার, ৬,৯৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মারা গিয়েছেন ৪,০২১ জন। দেশে মোট সংক্রমিত এখন ১,৩৮,৮৪৫ জন। গোটা বিশ্বের করোনা আক্রান্ত ১৯৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান এখন ১০ নম্বরে। দেশের মধ্যে এখনও এক নম্বরে মহারাষ্ট্র। মাত্র তিনদিনেই সেখানে সংখ্যা বেড়েছে ১০ হাজারেরও বেশি। একদিনেই আক্রান্ত বেড়েছে ৩,০৪১ জন। সবমিলিয়ে আক্রান্ত ৫০,২৩১। মারা গিয়েছেন আরও ৫৮ জন। মোট মৃত ১,৬৩৫। দেশের মৃত্যুর ৪০ শতাংশই মহারাষ্ট্রে। মুম্বইয়ে আক্রান্ত ১,৭২৫ জন। হিমাচলপ্রদেশে মৃত্যু হয়েছে ৭২ বছরের এক বৃদ্ধার। মৃত মোট ৫ জন। মোট আক্রান্ত ৭২ জন।
Post a Comment
Thank You for your important feedback