রবিবার শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তবুও কলকাতার বেশ কয়েকটি এলাকায় এখনও আসেনি বিদ্যুৎ। ফলে রবিবার রাত ও সোমবার সকালেও বিক্ষোভ দেখিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। সিইএসসি-র বেশ কয়েকটি এলাকায় এখনও আসেনি বিদ্যুৎ। পাশাপাশি নদিয়া জেলার চাকদা, পায়রাডাঙা, কৃষ্ণনগর ও তাহেরপুরের মতো বেশ কয়েকটি জায়গা রবিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। কলকাতার কসবা, সার্ভে পার্ক, রিজেন্ট এস্টেট এলাকায় এখনও নেই আলো। রবিবার রাতেই নাকতলা এলাকায় বিদ্যুৎ না আসায় বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। ঘটনা কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের। এলাকাবাসীর ক্ষোভ স্থানীয় কাউন্সিলরের ওপর। তিনি এলাকায় ঢুকতেই ‘গো ব্যাক’ ধ্বনি দিতে শুরু করেন বিক্ষুব্ধ মানুষজন। অভিযোগ এরপরই কাউন্সিলরের অনুগামীরা এলাকায় তাণ্ডব চালায়। মারধোর করা হয়েছে বেশ কয়েকজনকে। কসবা এলাকাতেও বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। যদিও সিইএসসি সূত্রে জানানো হয়েছে কলকাতার যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, রাসবিহারী অ্যাভেনিউ, বেহালা শীলপাড়া, চৌরাস্তা, জেমস লং সরণি, লেকটাউন, বাগুইআটি, নাগেরবাজারে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। উল্লেখ্য, কলকাতার বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরাসরি বেসরকারি সংস্থা সিইএসই-কেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রবিবার সন্ধ্যায় সাধারণ মানুষের ভোগান্তির জন্য সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়ে নেয় সিইএসসি কর্তৃপক্ষ।
Post a Comment
Thank You for your important feedback