কলকাতার দক্ষিণপ্রান্ত মহেশতলায় এক গোডাউনে ভয়াবহ আগুন। খবর পেয়েই সেখানে দমকলের ৩টি ইঞ্জিন ছুটে যায়। কিন্তু আগনের তীব্রতা বেশি থাকায় পরে সেখানে ধাপে ধাপে আরও ১১টি ইঞ্জিন পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই গোডাউনের ভিতর থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই দমকল ও স্থানীয় থানায় খবর দেওয়া হয়। জানা গিয়েছে, ওই গোডাউনে চা পাতা প্যাকেজিংয়ের কাজ হত। এছাড়াও সেখানে প্রচুর পরিমান চা পাতা মজুদ করা ছিল। অতি দাহ্য পদার্থ মজুদ থাকায় সেখানে আগুন ভয়াবহ রূপ নিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের।

দমকলের ১৪টি ইঞ্জিন কাজ করেছে আগুন নেভানোর জন্য। দমকল সূত্রে খবর, বেলা সাড়ে বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রনে এসেছে। যদিও পুরোপুরি বাগে আসেনি আগুন। এখন কুলিং প্রসেস চলছে ওই গোডাউনে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট শার্কিট থেকেই আগুন লেগে গিয়েছে। যদিও আগুন পুরোপুরি নিভলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। প্যাকেজিংয়ের জন্য প্রচুর দাহ্য প্লাস্টিক দ্রব্য মজুত রাখা ছিল বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তাই আগুন ভয়াবহ রূপ নিয়েছে। তবে এই আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ওই গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। —————
Post a Comment
Thank You for your important feedback