বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রো ফের ছুটবে। তবে পরীক্ষামূলকভাবেই কয়েকটি মেট্রো চালাবে কর্তৃপক্ষ। তাতে কোনও যাত্রী থাকবে না বলেই জানিয়েছে মেট্রোরেল। জানা গিয়েছে, লকডাউনের জেরে দুমাসের বেশি বন্ধ রয়েছে কলকাতা মেট্রোর পরিষেবা। তাই রেল লাইন, সিগন্যালিং ব্যবস্থা ও রেক সচল রাখতেই এই পরীক্ষামূলক দৌঁড় শুরু করছে মেট্রো কর্তৃপক্ষ। তাই বৃহস্পতিবার সকাল থেকেই নোয়াপাড়া থেকে দমদম হয়ে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করতে চায় কর্তৃপক্ষ। এই পরীক্ষামূলক দৌঁড়ে মেট্রোর সমস্ত কর্মী পুরোপুরি অংশ নেবে। নিয়ম মেনেই ট্রেনগুলি প্রতি স্টেশনে দাঁড়াবে। রেকগুলিতে কোনও যাত্রী না থাকলেও মেট্রো কর্মীরাই ড্যামি যাত্রী হিসেবে থাকবেন। তাঁরাই স্টেশনে ট্রেন থামলে নামা-ওঠা করবেন। মেট্রোর রেক, দরজাগুলি খোলা-বন্ধ সব ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলি দেখবেন কর্মীরা। সিগন্যাল, ট্র্যাক, থার্ড রেল সমস্ত দেখে নেওয়া হবে ঠিকঠাক রয়েছে কিনা। সমস্যা থাকলে সেগুলি চিহ্নিত করে মেরামত করা হবে। পরে কেন্দ্রের অনুমতি মিললেই পুরোপুরি শুরু হবে যাত্রী পরিষেবা। মেট্রোর এক কর্তার কথায়, পুরোপুরি যাত্রী পরিষেবা চালু হলে কড়াকড়ি করা হবে মেট্রো স্টেশনগুলিতে। মাস্ক না থাকলে স্টেশনে ঢুকতে পারবেন না যাত্রীরা। সামাজিক দূরত্ব কড়াভাবে মেনে চলতে হবে যাত্রীদের। টিকিটের লাইনে সামাজিক দূরত্ব মেনেই দাঁড়াতে হবে সকলকে। পাশাপাশি টিকিট কাউন্টারের সংখ্যাও কমানো হতে পারে বলেই সূত্রের খবর। আপাতত অপেক্ষা কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র। তার আগেই নিজেদের ঝালিয়ে নিতে চাইছে কলকাতা মেট্রোর কর্মী-আধিকারিকরা।
Post a Comment
Thank You for your important feedback