
কোয়ারেন্টাইনে গেলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। উত্তরপ্রদেশের মুজফফরনগরে জেলার বুধানায় তাঁর বাড়িতে তিনি তাঁর পরিবারের সঙ্গে ১৪ দিন গৃহবন্দি হলেন। নমুনা পরীক্ষার পরও বলিউড অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যদের দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। ভর্মণের পাস নিয়ে গত ১৫ মে নওয়াজুদ্দিন বাড়িতে এসেছিলেন। তাঁকে ২৫ মে পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। একটি প্রাইভেট গাড়িতে তিনি, তাঁর মা এবং শ্যালিকা একইসঙ্গে ফিরেছিলেন। নওয়াজুদ্দিন জানিয়েছেন, যাত্রাপথে তাঁদের ২৫টি জায়গায় মেডিকেল পরীক্ষা করা হয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগের কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে পরীক্ষা করেছেন। তারাই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন।
Post a Comment
Thank You for your important feedback