করোনা নিয়ে স্বাধীন তদন্তের প্রস্তাব সমর্থন ভারতের

 
করোনার উৎপত্তি নিয়ে স্বাধীন তদন্তে বাধা তুলে নিতে হবে। সোমবার বিশ্ব স্বাস্থ্য পরিষদের ভিডিও বৈঠকে এই দাবি উঠতে চলেছে। গৃহীত হতে চলেছে এই প্রস্তাব। তাতে স্বাক্ষরকারী ভারতও। এই প্রস্তাবে চিনের নাম করা হয়নি। তবে বলা হয়েছে, করোনার উৎপত্তিস্থল চিহ্নিত করা, কীভাবে তা মানুষের মধ্যে ছড়াল, তা যৌথভাবে খতিয়ে দেখা উচিত। চিনের মাছের বাজার থেকেই করোনা ছড়িয়েছে, বাদুড় থেকে মানবদেহে সংক্রমণ ছড়িয়েছে এমন ধারণাই এখন প্রচলিত। রয়েছে প্যাঙ্গোলিন থেকে সংক্রমণের তত্ত্বও। কিন্তু এখনও পর্যন্ত তা জল্পনাই। মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পিও বলেছেন, উহানের ইন্সটিটিউট অফ ভাইরোলজি থেকেই উপযুক্ত দেখভালের অভাবেই করোনা ছড়িয়েছে। উহানের মাছবাজারের কাছেই রয়েছে এই ইনস্টিটিউটটি। চিন বলেছে, ইতিমধ্যেই ফেব্রুয়ারির মাঝামাঝি হু-র বিশেষজ্ঞরা ছাড়াও চিন, জার্মানি, জাপান, কোরিয়া, নাইজেরিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, আমেরিকার একদল বিশেষজ্ঞা চিনে গিয়ে ৯ দিন ধরে সবকিছু তদন্ত করে এসেছেন। এর আগে চিনের অভিযোগ ছিল, মার্কিন সেনাবাহিনী থেকেই তাদের দেশে করোনা এসেছে। আমেরিকার পাল্টা অভিযোগ, হু চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post