কাঁথিতে মূক ও বধির তরুণীকে ধর্ষণ



লকডাউনের মধ্যেই অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে কারখানা খোলার অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু সংখ্যায় কম কর্মী নিয়েই চালু হয়েছিল কাঁথির সুজালপুরের এক কাজুবাদাম প্রসেসিং প্ল্যান্ট। এর সুযোগ নিয়ে রবিবার সন্ধ্যায় এক মূক ও বধির তরুণীকে কারখানার ভিতরেই ধর্ষণ করল একদল কর্মচারি। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কাজুবাদাম প্রসেসিং প্লান্টে অন্যান্য শ্রমিকদের সঙ্গেই কাজ করতেন এলাকার বছর কুড়ির ওই তরুণী। গতকাল সন্ধ্যায় ওই প্ল্যান্টে মাত্র কয়েকজনই কাজ করছিলেন। সেই সুযোগে ওই মূক ও বধির তরুণীকে অপর দুই শ্রমিক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই কারখানার সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও তরুণীর বাড়ির লোকজন। শুরু হয় বচসা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। পৌঁছে যান স্থানীয় জনপ্রতিনিধিও। এরপরই তাঁরা বুঝিয়ে সুঝিয়ে ভিড় হটিয়ে দেন। পরে রবিবার রাতেই পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। সোমবার দুজনকে কাঁথি আদালতে তোলা হয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post