
করোনা মোকাবিলায় আরও দু সপ্তাহের জন্য দেশে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। এবার চতুর্থদফার লকডাউনে বেশ কিছু ছাড় পাচ্ছে দেশের ক্রীড়াজগৎ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ১৮ মে থেকে দেশের ক্রীড়াক্ষেত্রে মিলতে চলেছে বেশ কিছু ছাড়। এরমধ্যে অন্যতম হল দীর্ঘদিন পর খোলা যাবে স্টেডিয়ামগুলি। যদিও সেখানে এখনই দর্শকদের প্রবেশ নিষিদ্ধই থাকবে। তবে প্র্যাকটিস ও রক্ষণাবেক্ষণের জন্য খোলা যাবে স্টেডিয়াম। ব্যক্তিগতভাবে ট্রেনিংয়ে যোগ দিতে পারবেন ক্রীড়াবিদরা। তবে দলগতভাবে কতজন করে প্র্যাকটিস করতে পারবেন সেটা এখনই জানানো হয়নি। তবে জানা যাচ্ছে নিজের নিজের রাজ্যে প্র্যাকটিস শুরু করার অনুমতি দেওয়া হতে পারে জাতীয় দলের খেলোয়ারদের। সেখানে একসঙ্গে ২-৩ জনের বেশি খেলোয়ার থাকতে পারবেন না। কেন্দ্রীয় নির্দেশিকার পরই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার জেরে বন্ধ আইপিএল। এর জেরে বড়সড় ক্ষতির মুখে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খুব শীঘ্রই বিসিসিআই বোর্ড মিটিং ডাকছে। যাতে আইপিএল ও পরবর্তী সিরিজগুলি নিয়ে আলোচনা করা যায়।
Post a Comment
Thank You for your important feedback